মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮২১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮২১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যখন কোন ব্যক্তি বলে মানুষ ধ্বংস হইয়া গিয়াছে, তখন সে নিজেই সর্বাপেক্ষা বেশী ধ্বংসপ্রাপ্ত। —মুসলিম
كتاب الآداب
وَعَنْ

أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا قَالَ الرَّجُلُ: هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكُهُمْ . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

তিরস্কারস্বরূপ অপরের ধ্বংস কামনাকারী পক্ষান্তরে নিজেই ধ্বংসের পথে চলিতেছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান