মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৯৯
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৯৯। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ঐ সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না, যে পর্যন্ত না এমন একদল লোকের আবির্ভাব হইবে যাহারা নিজের রসনার সাহায্যে এমনভাবে ভক্ষণ করিবে যেভাবে গাভী তাহার মুখের সাহায্যে ভক্ষণ করে। – আহমদ
وَعَنْ
سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ كَمَا تَأْكُلُ الْبَقَرَةُ بألسنتها» رَوَاهُ أَحْمد
سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ كَمَا تَأْكُلُ الْبَقَرَةُ بألسنتها» رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
নিজের বাকশক্তিকে খাদ্য সংগ্রহের উপকরণ বানাইবে। অন্যের কৃত্রিম প্রশংসা কিংবা কুৎসা প্রকাশে খুব পাণ্ডিত্যপূর্ণ ভাষায় বক্তৃতা ঝাড়িয়া উহার বিনিময়ে অর্থ-সম্পদ লাভ করিবে। ফলে রুজী-রোজগারের ইহাই হইবে একমাত্র উপায়। গরু যেমন খাদ্যের ভাল-মন্দ বা বৈধ অবৈধের ভেদ-বিচার না করিয়া খাদ্য ভক্ষণ করে, ঐ লোকগুলিও হালাল-হারাম তারতম্য না করিয়া খাদ্য সংগ্রহের জন্য বাকনিপুণতা ও চাটুকারিতার পথ অবলম্বন করিবে।
