মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৫৪
৮. প্রথম অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৫৪। হযরত জাবের (রাঃ) বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করিয়া ছিলেন যে, লোকদিগকে ইয়ালা, বরকত, আফলাহ্, ইয়াসার, ও নাফে এবং এই জাতীয় নাম রাখিতে নিষেধ করিবেন। অতঃপর আমি দেখিলাম, তিনি উহা হইতে নীরব রহিয়াছেন। অব শেষে তাহার ওয়াফাত হইয়া গেল। আর উথা হইতে নিষেধ করেন নাই। মসলিম
وَعَن جَابر قَالَ أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْهَى عَنْ أَنْ يُسَمَّى بِيَعْلَى وَبِبَرَكَةَ وَبِأَفْلَحَ وَبِيَسَارٍ وَبِنَافِعٍ وَبِنَحْوِ ذَلِكَ. ثُمَّ سَكَتَ بَعْدُ عَنْهَا ثُمَّ قُبِضَ وَلَمْ يَنْهَ عَنْ ذَلِك. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

যেহেতু এই সকল নাম ব্যাপকভাবে প্রচলিত রহিয়াছে এবং নিষেধ করিলে সাধা রণের মধ্যে অসুবিধা দেখা দিতে পারে। তাই সম্পূর্ণভাবে হারাম করা হইতে বিরত রহিয়াছেন। ইহারই প্রেক্ষিতে উলামায়ে কেরাম বলিয়াছেন, এইরূপ নাম রাখা মাকরূহে তানযীহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭৫৪ | মুসলিম বাংলা