মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৩৬
৬. প্রথম অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৩৬। হযরত সালামাহ্ ইবনে আওয়া (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাচি দিলে তিনি তাহাকে ইয়ারহামুকাল্লাহ্ বলিতে শুনিলেন। অতঃপর লোকটি দ্বিতীয়বার হাঁচি দিল। তখন হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ লোকটি সর্দিতে আক্রান্ত। —মুসলিম। তবে তিরমিযীর বর্ণনায় আছে। লোকটি তৃতীয়বার হাঁচি দিলে হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন লোকটি সর্দিতে আক্রান্ত।
وَعَن سلمةَ بن الْأَكْوَع أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَطَسَ رَجُلٌ عِنْدَهُ فَقَالَ لَهُ: «يَرْحَمُكَ اللَّهُ» ثُمَّ عَطَسَ أُخْرَى فَقَالَ: «الرَّجُلُ مَزْكُومٌ» . رَوَاهُ مُسلم وَفِي رِوَايَة التِّرْمِذِيّ أَنَّهُ قَالَ لَهُ فِي الثَّالِثَةِ: «إِنَّهُ مَزْكُومٌ»
হাদীসের ব্যাখ্যা:
আল্লামা নববী বলেন, একাধিকবার হাঁচি দিলে সে রোগাক্রান্ত সাব্যস্ত হয়। এমতাবস্থায় একবারের পর জওয়াব দেওয়া মুস্তাহাব, জওয়াব না দিলেও কোন দোষ নাই।
