মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৩৩
৬. প্রথম অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৩৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ হাঁচি দেয়, তখন সে যেন 'আলহামদু লিল্লাহ' বলে এবং তাহার কোন (মুসলমান) ভাই অথবা (বলিয়াছেন) সঙ্গী যেন জওয়াবে ইয়ারহামুকাল্লাহ্' বলে। আর যখন সে হাঁচিদাতাকে 'ইয়ারহামুকাল্লাহ্' বলিবে, তখন হাঁচিদাতা যেন বলে, ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিছ বালাকুম।' (আল্লাহ্ তোমাকে সুপথ প্রদর্শন করুন এবং তোমার অবস্থা ভাল করুন।) বুখারী
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: إِذا عطسَ أحدُكم فلْيقلِ: الحمدُ لِلَّهِ وَلْيَقُلْ لَهُ أَخُوهُ - أَوْ صَاحِبُهُ - يَرْحَمُكَ اللَّهُ. فإِذا قَالَ لَهُ يَرْحَمك الله قليقل: يهديكم الله وَيصْلح بالكم رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

দো'আর বাক্যে সম্বোধনমূলক বহুবচনের শব্দ ব্যবহার করা সুন্নত, যাহাতে সমস্ত উম্মত শামিল হয় এবং তাহার প্রতি সম্মান প্রদর্শনও হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭৩৩ | মুসলিম বাংলা