মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭২৫
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ ছায়ায় বসে এবং পরে তাহার উপর হইতে উহা সরিয়া যায়, ফলে তাহার শরীরের কিছু অংশ রৌদ্রে এবং কিছু অংশ ছায়ায় থাকে, তখন সে যেন তথা হইতে উঠিয়া যায়। –আবু দাউদ।
وَعَنْ

أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الْفَيْء فقلص الظِّلُّ فَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ وَبَعْضُهُ فِي الظل فَليقمْ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

চিকিৎসা বিজ্ঞানে আছে, রৌদ্র ছায়ায় বসিলে দুরারোগ্য ব্যাধি তথা শ্বেত-কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে। শয়তান মানুষকে কষ্টে ফেলিবার জন্য এরূপ করিতে উদ্বুদ্ধ করে, তাই উহাকে শয়তানের মজলিস বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭২৫ | মুসলিম বাংলা