মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭১০
৫. প্রথম অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১০। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : কোন ব্যক্তি কখনও এইভাবে চিৎ হইয়া শুইবে না যে, এক পা খাড়া করিয়া অপর পা উহার উপরে রাখে। — মুসলিম
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يستلقين أحدكُم ثمَّ يضع رجلَيْهِ على الْأُخْرَى» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭১০ | মুসলিম বাংলা