মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৭৫
২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৫। হযরত আলী (রাঃ) বলেন, আমার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট রাত্রে ও দিনে (সর্বদা) যাওয়ার অনুমতি ছিল। তবে আমি রাত্রির বেলায় তাঁহার নিকট গমন করিলে তিনি (অনুমতিস্বরূপ) গলা খাঁকড়াইতেন। – নাসাঈ
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ لِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدْخَلٌ بِاللَّيْلِ وَمَدْخَلٌ بِالنَّهَارِ فَكُنْتُ إِذَا دخلتُ بِاللَّيْلِ تنحنح لي. رَوَاهُ النَّسَائِيّ
