আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪২৯১
২২১৩. মক্কা নগরীর উচু এলাকার দিক দিয়ে নবী কারীম (ﷺ)- এর প্রবেশের বর্ণনা।
৩৯৬১। উবাইদ ইবনে ইসমাঈল (রাহঃ) .... হিশামের পিতা থেকে বর্ণিত যে, মক্কা বিজয়ের বছর নবী কারীম (ﷺ) মক্কার উঁচু এলাকা অর্থাৎ ‘কাদা’ নামক স্থান দিয়ে প্রবেশ করেছিলন।


বর্ণনাকারী: