মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৪৭
১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৪৭। হযরত জারীর (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) কতিপয় মহিলার নিকট দিয়া গমন করিলেন এবং তাহাদিগকে সালাম করিলেন। —আহমদ
وَعَن
جَرِيرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى نِسْوَةٍ فَسَلَّمَ عَلَيْهِنَّ. رَوَاهُ أَحْمَدُ
جَرِيرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى نِسْوَةٍ فَسَلَّمَ عَلَيْهِنَّ. رَوَاهُ أَحْمَدُ
হাদীসের ব্যাখ্যা:
ইবনুল মালেক বলেন, অপরিচিতা তথা গায়রে মাহরাম মহিলাকে সালাম করা মাকরূহে তাহরিমী। তবে এমন বৃদ্ধা রমণী, যাহার প্রতি কোন প্রকারের খারাপ ধারণা সৃষ্টি হওয়ার আশংকা নাই, তাহাকে সালাম করা জায়েয আছে। হযরত আবু বকর (রাঃ) এমন বৃদ্ধা রমণীকে সালাম করিয়াছেন।
