মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৩৬
১. প্রথম অনুচ্ছেদ - সালাম
৪৬৩৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ইহুদীরা যখন তোমাদিগকে সালাম করে তখন তাহারা বলে 'আসামু আলাইকা। সুতরাং জওয়াবে তুমি বলিবে 'ওয়া আলাইকা'। মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا سَلَّمَ عَلَيْكُمُ الْيَهُودُ فَإِنَّمَا يَقُولُ أَحَدُهُمْ: السَّامُ عَلَيْك. فَقل: وَعَلَيْك
হাদীসের ব্যাখ্যা:
سام 'সাম' অর্থ মৃত্যু। ইহুদীরা সর্বকালেই ইসলাম তথা মুসলিম বিদ্বেষী। তাহাদের বাক্যের অর্থ হইল, শীঘ্রই তোমার বা তোমাদের মৃত্যু ঘটুক। তাই নবী (ﷺ) ‘ওয়া আলাইকা’ বলিয়া তাহাদের অভিশাপ তাহাদের প্রতি অবিকলভাবে ফিরাইয়া দিতে আদেশ করিয়াছেন।
