মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৩৪
১. প্রথম অনুচ্ছেদ - সালাম
৪৬৩৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালকের নিকট দিয়া গমন করিলেন এবং তাহাদিগকে সালাম করিলেন। মোত্তা
وَعَن أَنَسٍ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مر على غلْمَان فَسلم عَلَيْهِم
হাদীসের ব্যাখ্যা:
অল্প বয়সী সালাম করিবে বয়োজ্যেষ্ঠকে, ইহাই আদব, তবে ইহার বিপরীতও জায়েয আছে বলিয়া প্রকাশ করার জন্য নবী (ﷺ) তাহা করিয়া দেখাইয়াছেন। অথবা বালকদেরকে তা'লীম দেওয়ার উদ্দেশ্যে তাহাদিগকে প্রথমে সালাম দিয়াছেন।
