মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৩৪
১. প্রথম অনুচ্ছেদ - সালাম
৪৬৩৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালকের নিকট দিয়া গমন করিলেন এবং তাহাদিগকে সালাম করিলেন। মোত্তা
وَعَن أَنَسٍ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مر على غلْمَان فَسلم عَلَيْهِم

হাদীসের ব্যাখ্যা:

অল্প বয়সী সালাম করিবে বয়োজ্যেষ্ঠকে, ইহাই আদব, তবে ইহার বিপরীতও জায়েয আছে বলিয়া প্রকাশ করার জন্য নবী (ﷺ) তাহা করিয়া দেখাইয়াছেন। অথবা বালকদেরকে তা'লীম দেওয়ার উদ্দেশ্যে তাহাদিগকে প্রথমে সালাম দিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান