মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪৬২৭
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪৬২৭। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ ভোর রাত্রের স্বপ্ন হইল সবচাইতে অধিক সত্য। —তিরমিযী ও দারেমী
كتاب الرؤيا
وَعَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَصْدَقُ الرُّؤْيَا بِالْأَسْحَارِ» . رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
نِهَايَة الْجُزْء الثَّانِي
نِهَايَة الْجُزْء الثَّانِي
হাদীসের ব্যাখ্যা:
এই সময় আল্লাহ্ তা'আলা সর্বনিম্ন আকাশে অবতরণ করেন। আল্লাহর রহমত ও মাগফিরাত তখন নাযিল হইতে থাকে। আর ইহা দো'আ কবুল হওয়ার সময়। সুতরাং এই সময়ে দেখা স্বপ্ন সর্বাধিক সত্য হইয়া থাকে।