মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪৬২৪
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৬২৪। হযরত ইবনে খোয়ায়মা ইবনে সাবেত (রাঃ) তাঁহার চাচা আবু খোয়ায়মা (রাঃ) হইতে বর্ণনা করেন যে, ঘুমন্ত ব্যক্তি যেইভাবে স্বপ্ন দেখে, তিনি অনুরূপ স্বপ্ন দেখিলেন যে, তিনি নবী (ﷺ)-এর কপালে সজদা করিয়াছেন। তাঁহাকে স্বপ্নের কথাটি বর্ণনা করা হইলে, তিনি বলিলেন, তুমি তোমার স্বপ্নটিকে বাস্তবায়ন কর, এই বলিয়া তিনি চিৎ হইয়া শুইয়া পড়িলেন অতঃপর তিনি হুযূর (ﷺ)-এর কাপালে সজদা করিলেন। শরহে সুন্নাহ্ এই প্রসঙ্গে আবু বাকরাহ বর্ণিত হাদীস, “যেন আসমান হইতে একটি পাল্লা অবতীর্ণ হইয়াছে” আবু বকর ও ওমর (রাঃ)-এর মানাকিবে বর্ণিত হইবে।
كتاب الرؤيا
وَعَنِ ابْنِ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ عَنْ عَمِّهِ أَبِي خُزَيْمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّهُ رَأَى فِيمَا يَرَى النَّائِمُ أَنَّهُ سَجَدَ عَلَى جَبْهَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَاضْطَجَعَ لَهُ وَقَالَ: «صَدِّقْ رُؤْيَاكَ» فَسَجَدَ عَلَى جَبْهَتِهِ. رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ
وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي بَكْرَةَ: كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فِي بَابِ «مَنَاقِبِ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا»
وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي بَكْرَةَ: كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فِي بَابِ «مَنَاقِبِ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا»