মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৯৬
২. প্রথম অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৫৯৬। হযরত যায়দ ইবনে খালেদ জুহানী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, হোদায়বিয়ায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বৃষ্টির পর ভোরে আমাদের ফজরের নামায পড়াইলেন। নামায শেষ করিয়া তিনি লোকদের (মুক্তাদীদের) দিকে ফিরিয়া বলিলেন: তোমরা কি জান? তোমাদের রব কি বলিয়াছেন। তাহারা বলিল, আল্লাহ্ ও তাঁহার রাসূলই অধিক জানেন। তিনি বলিলেন, রবু বলিয়াছেন: আমার বান্দাগণ অদ্য এমন অবস্থায় ভোর করিয়াছে যে, তাহাদের মধ্যে কেহ কেহ আমার প্রতি ঈমান পোষণকারী এবং কেহ আমাকে অস্বীকারকারী। সুতরাং যে বলিয়াছে, আল্লাহর রহমত ও করুণায় আমরা বৃষ্টি লাভ করিয়াছি, সে আমার প্রতি ঈমান পোষণকারী এবং তারকা বা নক্ষত্রে অস্বীকারকারী। আর যে বলিয়াছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমরা বৃষ্টি লাভ করিয়াছি, সে আমার সাথে কুফরী করিয়াছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস করিয়াছে। -মোত্তাঃ
وَعَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى أَثَرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ ربُّكم؟» قَالُوا: الله وَرَسُوله أعلم قَالَ: أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤمن بالكوكب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫৯৬ | মুসলিম বাংলা