মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৮৪
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ অশুভ লক্ষণ গ্রহণ করা শিরকী কাজ। এই বাক্যটি তিনি তিনবার উচ্চারণ করিয়াছেন। আর আমাদের মধ্যে কেহ নাই যাহার মনে অশুভ লক্ষণের ধারণার উদ্রেক না হয়; কিন্তু আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করিলে তিনি উহা দূরীভূত করিয়া দেন। —আবু দাউদ ও তিরমিযী। তিরমিযী বলেন, আমি শুনিয়াছি, ইমাম বুখারী (রহঃ) বলিয়াছেন, হযরত সুলাইমান ইবনে হরব বলেন, হাদীসের শেষাংশটি (অর্থাৎ, আমাদের মধ্যে কেহ নাই..........) ইহা আমার মতে হযরত ইবনে মাসউদের নিজস্ব কথা।
كتاب الطب والرقى
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الطِّيَرَةُ شِرْكٌ» قَالَهُ ثَلَاثًا وَمَا مِنَّا إِلَّا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ: كَانَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ يَقُولُ فِي هَذَا الْحَدِيثِ: «وَمَا مِنَّا إِلَّا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ» . هَذَا عِنْدِي قَوْلُ ابْنِ مَسْعُودٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান