মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৭১
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪৫৭১। আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিরাময়কারী দুইটি জিনিসকে তোমরা আঁকড়াইয়া ধর। তাহা হইল মধু এবং কোরআন। —ইবনে মাজাহ্ আর বায়হাকী উপরোক্ত হাদীস দুইটি শোআবুল ঈমানে বর্ণনা করেন এবং তিনি বলেন, এই শেষোক্ত হাদীসটি নবী (ﷺ)-এর বাণী নহে; বরং ইহা ইবনে মাসউদ পর্যন্ত মউকুফ (অর্থাৎ, তাহার কথা হওয়াই সঠিক)।
كتاب الطب والرقى
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلَيْكُمْ بِالشِّفَاءَيْنِ: الْعَسَلِ وَالْقُرْآنِ . رَوَاهُمَا ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَقَالَ: وَالصَّحِيحُ أَنَّ الْأَخِيرَ مَوْقُوفٌ عَلَى ابْنِ مَسْعُودٍ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, মধু খাও এবং কোরআন তেলাওয়াত কর। কেননা, মধুর প্রশংসায় বলা হইয়াছেঃ فيه شِفَاءٌ لِلنَّاسِ আর কোরআনের প্রশংসায় বলা হইয়াছেঃ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ