মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৬৯
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪৫৬৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কতিপয় সাহাবী রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিলেন, কামআত (ব্যাঙের ছাতা) হইল যমীনের বসন্ত। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) (তাহাদের ধারণা পাল্টাইয়া) বলিলেনঃ ব্যাঙের ছাতা তো মান্ন সদৃশ। ইহার পানি চক্ষু রোগের ঔষধবিশেষ। আর আজওয়া (নামীয় খেজুর) বেহেশতী ফল। উহা বিষনাশক। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি তিনটি অথবা পাঁচটি অথবা সাতটি ব্যাঙের ছাতা লইয়া উহার রস নিংড়াইয়া একটি শিশির মধ্যে রাখিলাম। অতঃপর আমার এক রাতকানা দাসীর চোখের মধ্যে সেই পানি সুরমার সাথে ব্যবহার করিলাম। ইহাতে সে আরোগ্য লাভ করিল। – তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি হাসান।
كتاب الطب والرقى
وَعَن أبي هريرةَ إِنَّ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لرسولِ الله: الْكَمْأَةُ جُدَرِيُّ الْأَرْضِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ» . قَالَ أَبُو هُرَيْرَةَ: فَأَخَذْتُ ثَلَاثَةَ أَكْمُؤٍ أَوْ خَمْسًا أَوْ سَبْعًا فَعَصَرْتُهُنَّ وَجَعَلْتُ مَاءَهُنَّ فِي قَارُورَةٍ وَكَحَّلْتُ بِهِ جَارِيَةً لِي عَمْشَاءَ فَبَرَأَتْ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حسن

হাদীসের ব্যাখ্যা:

মান্ন হইল বনী ইসরাঈলগণ শাস্তি ভোগকালে তীহ্ ময়দানে আল্লাহ্র হুকুমে যে খানা লাভ করিয়াছে তাহারই নাম। হযরত মূসা (আঃ)-এর দো'আয় তাহারা এই খানা পাইয়াছিল। ইহা রাত্রে কুয়াশার মত অবতীর্ণ হইয়া হালুয়ার আকারে বিভিন্ন স্থানে জমিয়া থাকিত, সকালে তাহারা উহা সংগ্রহ করিয়া খাইত। সাদা বর্ণের ব্যাঙের ছাতা খাদ্যবস্তু, কিন্তু কালো বর্ণেরটি অখাদ্য ও বিষাক্ত। মান্ন যেরূপ বিনা আয়াসে ও বিনা খরচে বনী ইসরাঈলদের জন্য জুটিয়াছে, ব্যাঙের ছাতাও তদ্রূপ বিনা ব্যয়ে ও বিনা পরিশ্রমে পাওয়া যায়। এই জন্য উভয়ের মধ্যে সাদৃশ্য রহিয়াছে। ইহার রস চক্ষু রোগের জন্য বিশেষ উপকারী এবং ঔষধের কাজ করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান