মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৬৮
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪৫৬৮। ওসমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে মাওয়াহব (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমার পরিবারের লোকেরা পানির একটি পেয়ালা দিয়া আমাকে হযরত উম্মে সালামা (রাঃ)-এর কাছে পাঠাইলেন। তখন নিয়ম ছিল, যদি কাহারো উপর বদ নজর লাগিত কিংবা অন্য কোন অসুখ হইত, তখন হযরত উম্মে সালামার কাছে একটি টব পাঠাইয়া দিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কিছু পশম মোবারক বাহির করিতেন, যাহা তিনি একটি রৌপ্য কৌটার মধ্যে রাখিতেন। অতঃপর তিনি উক্ত পশম মোবারক পানির মধ্যে ডুবাইয়া দিতেন এবং সেই পানিগুলি রোগীকে পান করান হইত। বর্ণনাকারী বলেন, আমি রূপার সেই নলটির মধ্যে তাকাইয়া দেখিলাম, উহাতে (হুযূর [ﷺ]-এর) কয়েকটি লাল বর্ণের পশম রহিয়াছে। —বুখারী
كتاب الطب والرقى
وَعَن عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ قَالَ: أَرْسَلَنِي أَهْلِي إِلَى أُمِّ سَلَمَةَ بِقَدَحٍ مِنْ مَاءٍ وَكَانَ إِذَا أَصَابَ الْإِنْسَانَ عَيْنٌ أَوْ شَيْءٌ بَعَثَ إِلَيْهَا مِخْضَبَهُ فَأَخْرَجَتْ مِنْ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ تُمْسِكُهُ فِي جُلْجُلٍ مِنْ فِضَّةٍ فَخَضْخَضَتْهُ لَهُ فَشَرِبَ مِنْهُ قَالَ: فَاطَّلَعْتُ فِي الْجُلْجُلِ فَرَأَيْت شَعرَات حَمْرَاء. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
কা'বা শরীফের সম্মান ও মর্যাদা প্রকাশার্থে যেভাবে রেশমী কাপড়ের গেলাফ ব্যবহার করা হয়, তদ্রুপ হুযূর (ﷺ)-এর পশম মোবারককে একটি রৌপ্য কৌটার ভিতরে রাখা হইয়াছে উহার সম্মানার্থে।