মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৬৪
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৬৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিলেনঃ তোমাদের মধ্যে কি মুগাররেবুন পরিলক্ষিত হয় ? আমি জিজ্ঞাসা করিলাম, মুগাররেবুন কি? তিনি বলিলেন, মুগাররেবুন ঐ সমস্ত লোক, যাহাদের মধ্যে জ্বিন অংশীদার হয়। –আবু দাউদ।
كتاب الطب والرقى
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ رُئِيَ فِيكُمُ الْمُغَرِّبُونَ؟» قُلْتُ: وَمَا الْمُغَرِّبُونَ؟ قَالَ: «الَّذِينَ يَشْتَرِكُ فِيهِمُ الْجِنُّ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

মুগাররেবুন অর্থ, আল্লাহ্র যিকির হইতে দূরীভূত। হাদীসে বর্ণিত আছে, যদি কোন ব্যক্তি স্ত্রী-সহবাসকালে بسم الله الرحمن الرحيم اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا এই দো'আটি না পড়ে, তখন জ্বিন শয়তান নিজের দেহটি ঐ ব্যক্তির দেহের সাথে মিশাইয়া দেয় এবং সেই ব্যক্তির সাথে স্ত্রী-সহবাসে অংশগ্রহণ করে। সুতরাং উক্ত হাদীসে মুগাররেবুন দ্বারা ঐ সকল লোককে বুঝান হইয়াছে যাহারা সহবাসের সময় আল্লাহর নাম উচ্চারণ করে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান