মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৬২
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৬২। হযরত সাহল ইবনে হুনাইফের পুত্র আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমের ইবনে রাবীআ সাহল ইবনে হুনাইফকে গোসল করিতে দেখিলেন এবং (তাঁহার মসৃণ দেহ দেখিয়া ) বলিয়া উঠিলেন, আল্লাহর কসম! আজকার মত আমি কোনদিন দেখি নাই এবং পর্দার আড়ালে রক্ষিত (অর্থাৎ, কুমারী মেয়ের) কোন চামড়াও (সাহলের চামড়ার মত) এইরূপ দেখি নাই। বর্ণনাকারী বলেন, অতঃপর (তাহার মুখ হইতে এই শব্দগুলি বাহির হওয়ার সঙ্গে সঙ্গেই) হযরত সাহল সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটাইয়া পড়িলেন এবং (এই অবস্থায়) তাঁহাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আনা হইল। আরয করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি সাহল ইবনে হুনাইফের জন্য কোন ব্যবস্থা করিতে পারেন? আল্লাহর কসম! সে তো তাহার মাথা উঠাইতে পারিতেছে না। তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি কাহাকেও তাহার সম্পর্কে অভিযুক্ত কর? লোকেরা বলিল, আমরা আমের ইবনে রাবীআর উপর সন্দেহ করি। বর্ণনাকারী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) আমেরকে ডাকিয়া পাঠাইলেন এবং কঠোর ভাষায় তাহার নিন্দা করিলেন এবং বলিলেনঃ তোমাদের কেহ তাহার আরেক ভাইকে কেন হত্যা করে? তুমি তাহার জন্য কল্যাণের দোআ করিলে না কেন ? (যাহাতে বদ নজর ক্রিয়া করিত না। অতঃপর তিনি বলিলেন,) তুমি (তোমার শরীরের কিছু অঙ্গ) সাহলের জন্য ধুইয়া দাও। তখন আমের নিজের মুখমণ্ডল, দুই হাত দুই কনুই পর্যন্ত, উভয় পা হাঁটু হইতে অঙ্গুলীর পার্শ্ব এবং ইযারের ভিতরের অঙ্গ ধুইয়া পানিগুলি একটি পাত্রে লইলেন, অতঃপর সেই পানি সাহলের উপর ঢালিয়া দেওয়া হইল। ইহাতে সাহল সুস্থ হইয়া লোকজনের সাথে হ্যাঁটিয়া আসিলেন, যেন তাঁহার শরীরে কোন কষ্ট রহিল না। —শরহে সুন্নাহ্
আর ইমাম মালেকের এক রেওয়ায়তে আছে, নবী করীম (ﷺ) আমেরকে বলিলেন, বদ নজর একটি সত্য ব্যাপার। সুতরাং তুমি সাহলের জন্য ওযূ কর। আমের তাহার জন্য ওযূ করিলেন (এবং পানিগুলি সাহলের গায়ে ঢালিয়া দিলেন)।
كتاب الطب والرقى
وَعَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ: رَأَى عَامِرُ بْنُ رَبِيعَةَ سَهْلَ بْنَ حُنَيْفٍ يَغْتَسِلُ فَقَالَ: وَاللَّهِ مَا رَأَيْتُ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخَبَّأَةٍ قَالَ: فَلُبِطَ سَهْلٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي سَهْلِ بْنِ حُنَيْفٍ؟ وَاللَّهِ مَا يَرْفَعُ رَأْسَهُ فَقَالَ: «هَلْ تَتَّهِمُونَ لَهُ أَحَدًا؟» فَقَالُوا: نَتَّهِمُ عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ: فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامِرًا فَتُغُلِّظَ عَلَيْهِ وَقَالَ: «عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ؟ أَلَا بَرَّكْتَ؟ اغْتَسِلْ لَهُ» . فَغَسَلَ لَهُ عَامِرٌ وَجْهَهُ وَيَدَيْهِ وَمِرْفَقَيْهِ وَرُكْبَتَيْهِ وَأَطْرَافَ رِجْلَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ فِي قَدَحٍ ثُمَّ صُبَّ عَلَيْهِ فَرَاحَ مَعَ النَّاسِ لَيْسَ لَهُ بَأْس. رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَرَوَاهُ مَالِكٌ وَفِي رِوَايَتِهِ: قَالَ: «إِن الْعين حق تَوَضَّأ لَهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫৬২ | মুসলিম বাংলা