মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৬০
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৬০। হযরত আসমা বিনতে উমায়স (রাঃ) হইতে বর্ণিত, তিনি আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! জা'ফর (তাইয়্যার)-এর সন্তানদের উপর দ্রুত বদ নজর লাগিয়া থাকে। সুতরাং আমি কি তাহাদের জন্য ঝাড়ফুঁক করাইব ? তিনি বলিলেনঃ হ্যাঁ, কেননা, যদি কোন জিনিস তাকদীরের অগ্রগামী হইতে পারিত, তবে বদ নজরই উহার অগ্রগামী হইত। —আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ
كتاب الطب والرقى
وَعَن أَسمَاء بنت عُميس قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ وَلَدَ جَعْفَرٍ تُسْرِعُ إِلَيْهِمُ الْعَيْنُ أَفَأَسْتَرْقِي لَهُمْ؟ قَالَ: «نَعَمْ فَإِنَّهُ لَوْ كَانَ شَيْءٌ سَابِقُ الْقَدَرِ لَسَبَقَتْهُ العينُ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান