মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৫৬
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৫৬। হযরত ঈসা ইবনে হামযা (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি হযরত আব্দুল্লাহ্ ইবনে উকাইমের নিকট গেলাম। তাঁহার শরীরে লাল ফোস্কা পড়িয়া আছে। আমি বলিলাম, আপনি তাবিজ ব্যবহার করিবেন না? উত্তরে তিনি বলিলেন, উহা হইতে আল্লাহর কাছে পানাহ্ চাই। কেননা, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি ইহার কোন কিছু লটকায় তাহাকে উহার প্রতি সোপর্দ করিয়া দেওয়া হয়। —আবু দাউদ
كتاب الطب والرقى
وَعَنْ عِيسَى بْنِ حَمْزَةَ قَالَ: دَخَلْتُ عَلَى عبدِ الله بن عُكيم وَبِهِ حُمْرَةٌ فَقُلْتُ: أَلَا تُعَلِّقُ تَمِيمَةً؟ فَقَالَ: نَعُوذُ بِاللَّهِ مِنْ ذَلِكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِليهِ» . رَوَاهُ أَبُو دَاوُد