মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৫৪
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৫৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, আমি যাহা (আল্লাহর পক্ষ হইতে) নিয়া আসিয়াছি তৎসম্পর্কে অবহেলা করিতেছি বলিয়া প্রমাণিত হইবে, যদি আমি বিষনাশক অমৃত পান করি বা তাবিজ ঝুলাই অথবা স্বরচিত কবিতা আবৃত্তি করি। —আবু দাউদ
كتاب الطب والرقى
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا أُبَالِي مَا أَتَيْتُ إِنْ أَنَا شَرِبْتُ تِرْيَاقًا أَوْ تَعَلَّقْتُ تَمِيمَةً أَوْ قُلْتُ الشِّعْرَ مِنْ قِبَلِ نَفْسِي» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
উল্লেখিত তিনটি কাজে শিরকী ও কুফরী কথা বা কুফরী বিশ্বাস মিশ্রিত না থাকিলে উহা নাজায়েয নহে বটে, তবে বিশেষ ও বিশিষ্ট ব্যক্তির পক্ষে সমীচীন নহে। মূলত যাহারা বৈধ-অবৈধের তথা হালাল-হারামের তোয়াক্কা করে না, তাহারাই এই সব কাজে লিপ্ত হয়।