মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৫০
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৫০। তাবেয়ী ইমাম যুহরী (রঃ) হইতে মুরসাল আকারে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি বুধ অথবা শনিবারে শিংগা লাগানোর দরুন শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হইয়া পড়ে, সে যেন নিজেকেই ধিক্কার দেয়। –আহমদ ও আবু দাউদ এবং তিনি বলেন, হাদীসটি কেহ কেহ মারফু হিসাবে বর্ণনা করিয়াছেন; কিন্তু তাহা সঠিক নহে।
كتاب الطب والرقى
وَعَنِ الزُّهْرِيِّ مُرْسَلًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ احْتَجَمَ يَوْمَ الْأَرْبِعَاءِ أَوْ يَوْمَ السَّبْتِ فَأَصَابَهُ وَضَحٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَقَالَ: وَقَدْ أسْند وَلَا يَصح