মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৪৬
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৪৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘাড়ের দুই পার্শ্বের উভয় রগে এবং উভয় বাহুর মধ্যখানে শিংগা লাগাইতেন। —আবু দাউদ, আর তিরমিযী ও ইবনে মাজাহ্ এই বাক্যগুলি অতিরিক্ত বর্ণনা করিয়াছেন এবং তিনি চাঁদের সতের, উনিশ এবং একুশ তারিখেই শিংগা লাগাইতেন।
كتاب الطب والرقى
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَجِمُ فِي الْأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَزَادَ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ: وَكَانَ يحتجمُ سبعَ عشرَة وتسع عشرَة وَإِحْدَى وَعشْرين
হাদীসের ব্যাখ্যা:
মাসের প্রথম ভাগে রক্ত খুব বেশী চলাচল করে এবং শেষ ভাগে কম। তাই শেষ ভাগের শুরুতে লাগানো উত্তম।