মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৪৪
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৪৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার মে'রাজের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলিয়াছেনঃ তিনি ফিরিশতাদের যে কোন দলের নিকট দিয়া অতিক্রমকালে তাঁহারা তাহাকে বলিয়াছেন, আপনি আপনার উম্মতকে শিংগা লাগাইবার আদেশ করুন। —তিরমিযী ও ইবনে মাজাহ্। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব।
كتاب الطب والرقى
وَعَن ابنِ مَسْعُود قَالَ: حَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ علن لَيْلَةَ أُسَرِيَ بِهِ: أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى مَلَأٍ مِنَ الْمَلَائِكَةِ إِلَّا أَمَرُوهُ: «مُرْ أُمَّتَكَ بِالْحِجَامَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

শিংগার ব্যবহার গ্রীষ্ম প্রধান দেশের জন্য বিশেষভাবে উপকারী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫৪৪ | মুসলিম বাংলা