মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৪২
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৪২। হযরত আবু কাবশা আনমারী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) নিজের মাথায় এবং উভয় বাহুর মধ্যখানে শিংগা লাগাইতেন এবং তিনি আরও বলিতেনঃ যে ব্যক্তি এসব স্থান হইতে দূষিত রক্তগুলি বাহির করিয়া দেয়, তবে তাহার জন্য অন্য কিছু দ্বারা কোন রোগের ঔষধ না করিলেও কোন ক্ষতি হইবে না। —আবু দাউদ ও ইবনে মাজাহ
كتاب الطب والرقى
وَعَن أبي كَبْشَة الْأَنْمَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يحتجم على هامته وَبَين كفيه وَهُوَ يَقُولُ: «مَنْ أَهْرَاقَ مِنْ هَذِهِ الدِّمَاءِ فَلَا يَضُرُّهُ أَنْ لَا يَتَدَاوَى بِشَيْءٍ لِشَيْءٍ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান