মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৪০
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৪০। হযরত নবী (ﷺ)-এর খাদেমা (সেবিকা) সালমা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কেহ মাথা ব্যথার অভিযোগ লইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিলে তিনি তাহাকে শিংগা লাগাইতে নির্দেশ দিতেন। আর কেহ পায়ের কষ্টের অভিযোগ লইয়া আসিলে তাহাকে উহাতে মেন্ধী লাগানোর পরামর্শ দিতেন। —আবু দাউদ
كتاب الطب والرقى
وَعَنْ سَلْمَى خَادِمَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَا كَانَ أَحَدٌ يَشْتَكِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا فِي رَأْسِهِ إِلَّا قَالَ: «احْتَجِمْ» وَلَا وَجَعًا فِي رِجْلَيْهِ إِلَّا قَالَ: «اخْتَضِبْهُمَا» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান