মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৩৪
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৩৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী (ﷺ) হযরত আসআদ ইবনে যোরারার গায়ে অগ্নি-বাতের দরুন তপ্ত লোহা দ্বারা দাগাইয়াছেন। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب الطب والرقى
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَوَى أَسْعَدَ بْنَ زُرَارَةَ مِنَ الشَّوْكَةِ. رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

শাওকাতুন—এর এক অর্থ হইল মুখমণ্ডল ও শরীর লাল হইয়া যাওয়া। তখন গোটা শরীর কাঁটার মত বিধে। হিন্দীতে বলে ‍سرخ باده , ডাক্তারী মতে ইহা আগুনি বা অগ্নিবাত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান