মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৩২
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৩২। হযরত উসামা ইবনে শারীক (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমরা কি ঔষধপত্র ব্যবহার করিব? তিনি বলিলেনঃ হ্যাঁ। হে আল্লাহর বান্দাগণ! চিকিৎসা কর। কেননা, বার্ধক্য রোগ ব্যতীত আল্লাহ্ তা'আলা এমন কোন রোগ সৃষ্টি করেন নাই, যাহার (ঔষধ) নিরাময় সৃষ্টি করেন নাই। – আহমদ, তিরমিযী, আবু দাউদ
كتاب الطب والرقى
الْفَصْلُ الثَّانِي
عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ قَالَ: قَالُوا: يَا رَسُول الله أفنتداوى؟ قَالَ: «نعم يَا عبد اللَّهِ تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرم» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
বার্ধক্যের পরে মৃত্যু অবধারিত। সুতরাং মৃত্যুর পূর্বে যে কোন রোগে ঔষধ সেবন করা বা চিকিৎসা করা মোবাহ্। আর ইহা তাওয়াক্কুলেরও খেলাফ নহে। নবী (ﷺ) উম্মতের শিক্ষার জন্য নিজেও ঔষধ ব্যবহার করিয়াছেন।