মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫২৮
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫২৮। হযরত উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার (উম্মে সালামার ঘরে একটি মেয়ে দেখিতে পাইলেন, তাহার চেহারায় (বদ নজরের) চিহ্ন ছিল। অর্থাৎ, চেহারাটি হলুদ বর্ণ ধারণ করিয়াছিল। তখন তিনি বলিলেন ইহার জন্য ঝাড়ফুঁক কর, কেননা তাহার উপর নজর লাগিয়াছে। —মোত্তাঃ
كتاب الطب والرقى
وَعَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي بَيْتِهَا جَارِيَةً فِي وجهِها سفعة يَعْنِي صُفْرَةً فَقَالَ: «اسْتَرْقُوا لَهَا فَإِنَّ بِهَا النَّظْرَةَ»

হাদীসের ব্যাখ্যা:

বদ নজর মানুষের অথবা জ্বিনের স্পর্শে হইতে পারে। জ্বিনের বদ্ নজর লাগার মানে হইল জ্বিন পরীর প্রভাবে আক্রান্ত হওয়া।
tahqiqতাহকীক:তাহকীক চলমান