মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫২৩
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫২৩। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন উযরা রোগের জন্য তোমাদের শিশুদের জিহ্বার তালু দাবাইয়া তাহাদিগকে কষ্ট দিও না, বরং তোমরা কোস্ত ব্যবহার কর। —মোত্তাঃ
كتاب الطب والرقى
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُعَذِّبُوا صِبْيَانَكُمْ بِالْغَمْزِ مِنَ الْعُذْرَةِ عَلَيْكُمْ بِالْقُسْطِ»
হাদীসের ব্যাখ্যা:
শিশুদের আল-জিহ্বা বড় হওয়াকে উয়া ব্যারাম বলা হয়। সাদা চন্দন পিষিয়া পানি মিশ্রিত অবস্থায় শিশুদের নাকের ছিদ্রে ফোঁটা ফোঁটা ঢালিলে এই রোগ হইতে আরোগ্য লাভ হয়।