মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫২২
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫২২। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা যেই সব জিনিস দ্বারা চিকিৎসা কর, এর মধ্যে শিংগা লাগানো এবং কোস্ত বাহুরী ব্যবহার করা সর্বোত্তম। -মোত্তাঃ
كتاب الطب والرقى
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَمْثَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ الْحجامَة والقُسْط البحري»
হাদীসের ব্যাখ্যা:
কোস্ত বাহরী এক জাতীয় সাদা কাঠবিশেষ। রোগে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। অনেকের মতে উহা সাদা চন্দন।