মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৯৬
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আল্লাহ্ তা'আলা বলিয়াছেন : আমার সৃষ্টির মত করিয়া যে ব্যক্তি (কোন প্রাণী) সৃষ্টি করিতে যায়, তাহার চাইতে বড় যালিম আর কে আছে ? সুতরাং (যদি তাহারা এমনই দাবী করে, তাহা হইলে) তাহারা একটি পিঁপড়া বা শস্যদানা কিংবা "একটি যব সৃষ্টি করুক তো দেখি? —মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ تَعَالَى: وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ بِخلق كخلقي فلْيخلقوا ذَرَّةً أَوْ لِيَخْلُقُوا حَبَّةً أَوْ شَعِيرَةً
tahqiqতাহকীক:তাহকীক চলমান