মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৬৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৬৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, সেই নারীর উপর লা'নত, যে অন্যের মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করে এবং যে নিজের মাথায় কৃত্রিম চুল লাগায় এবং যে অন্য নারীর ভ্রূর চুল উপড়ায় অথবা নিজের ভূর চুল উপড়ায়। আর যে নারী কোন ব্যাধি ব্যতীত অপরের অঙ্গে উল্কি উৎকীর্ণ করে অথবা নিজের অঙ্গেও করায় । –আবু দাউদ
كتاب اللباس
وَعَن ابنِ عبَّاسٍ قَالَ: لُعِنَتِ الْوَاصِلَةُ وَالْمُسْتَوْصِلَةُ وَالنَّامِصَةُ وَالْمُتَنَمِّصَةُ وَالْوَاشِمَةُ والمشتوشمة من غير دَاء. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অত্র হাদীসে বর্ণিত কাজগুলি জাহেলিয়াতের যুগে সাধারণভাবে নারী সমাজে প্রচলিত ছিল। বর্তমানে আমাদের সমাজে কোথাও কোথাও দেখা যায়। ইহা সম্পূর্ণ হারাম। তবে হাঁ, যদি কোন মহিলার মুখে দাড়ির ন্যায় পশম উঠে, উহা উপড়াইয়া ফেলা জায়েয আছে।