মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৩৫
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৩৫। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, সর্বোত্তম খোশবু যাহা আমি পাইতাম, তাহা আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগাইতাম। এমন কি আমি তাহার মাথায় ও দাড়িতে খোশবুর চমক দেখিতে পাইতাম। – মোত্তাঃ -
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَطْيَبِ مَا نَجِدُ حَتَّى أَجِدَ وَبِيصَ الطِّيبِ فِي رَأْسِهِ ولحيته
