মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪০৭
২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪০৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন স্যাণ্ডেল (জুতা) পরিধান করিতে দেখিয়াছি, যাহাতে পশম ছিল না। -বুখারী
بَاب النِّعَال: الْفَصْلُ الْأَوَّلُ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النِّعَالَ الَّتِي ليسَ فِيهَا شعرٌ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
না'আল বা না'ল (نعل) অর্থ স্যাণ্ডেল। حذاء (হেযা) অর্থ জুতা। অবশ্য আরবী পরিভাষায় জুতাকেও না'ল বলা হয়। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জুতা কিরূপ ছিল এবং তিনি উহা কিভাবে ব্যবহার করিতেন, অত্র অধ্যায়ে সেই সম্পর্কে বর্ণনা করা হইয়াছে।
