মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৯৩
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৯৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) স্বীয় বাম হাতে আংটি পরিতেন। –আবু দাউদ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يتختم فِي يسَاره. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
প্রথম প্রথম ডান হাতে পরিয়াছেন এবং পরে বাম হাতে পরিয়াছেন।
