মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৮৬
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, যখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের রাজা কিসরা এবং রোম সম্রাট কায়সার এবং নাজাশীর নিকট (ইসলামের প্রতি আহ্বান জানাইয়া) পত্র লিখিতে ইচ্ছা করিলেন, তখন তাঁহাকে বলা হইল যে, তাহারা এমন লিপি গ্রহণ করে না (তথা গুরুত্ব দেয় না) যাহা মোহর বা সীলযুক্ত নহে। অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈয়ার করাইলেন, উহার গোল চাক্কিটি ছিল রূপার। উহাতে অঙ্কিত ছিল, "মুহাম্মাদুর রাসুলুল্লাহ্।" -মুসলিম, আর বুখারীর রেওয়ায়তে আছে, আংটির লিখাটি তিন লাইনে ছিল। মুহাম্মাদ এক লাইন, রাসুল এক লাইন এবং আল্লাহ্ এক লাইন।
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى كِسْرَى وَقَيْصَرَ وَالنَّجَاشِيِّ فَقِيلَ: إِنَّهُمْ لَا يَقْبَلُونَ كِتَابًا إِلَّا بِخَاتَمٍ فَصَاغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا حَلْقَةَ فِضَّةٍ نُقِشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: كَانَ نَقْشُ الْخَاتَمِ ثَلَاثَةَ أَسْطُرٍ: مُحَمَّدٌ سَطْرٌ ورسولُ الله سطر وَالله سطر

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ)-এর এই আংটিটি ছিল মূলত রাষ্ট্রীয় মোহর, যাহা রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হইত। তাঁহার জীবদ্দশায় নিজের হাতেই থাকিত। হুযুরের ওফাতের পর পর্যায়ক্রমে খলীফা আবু বকর ও ওমর (রাঃ) ব্যবহার করিয়াছেন। অবশেষে হযরত ওসমানের হাতে পৌঁছিলে তাঁহার খেলাফতের শেষ লগ্নে একদিন তিনি মদীনার অনতিদূরে ঐতিহাসিক কোবা মসজিদের সন্নিকটে "বীরে আরীস” (بير اريس) আরীস নামক কূপ-এর পাড়ে বসা ছিলেন। হঠাৎ আংটিটি কূপে পড়িয়া গেল, বহু খোঁজাখুঁজি করিয়াও উহা আর পাওয়া গেল না। কথিত আছে যে, ইহার পর হইতে তাঁহার খেলাফতে বিশৃঙ্খলা দেখা দেয় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৮৬ | মুসলিম বাংলা