মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৮০
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৮০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, মনে যাহা চায় তাহা খাও এবং যাহা ইচ্ছা হয় পরিধান কর, যে পর্যন্ত না তুমি দুইটির মধ্যে পতিত হও—অপব্যয় ও অহংকার। (অর্থাৎ, খাওয়া ও পরার ব্যাপারে প্রত্যেকের পূর্ণ স্বাধীনতা রহিয়াছে। কিন্তু অপচয় কিংবা অপব্যয় আর অহংকার ও অহমিকা এই দুই জিনিস হইতে বাঁচিয়া থাকিতে হইবে।) —বুখারী, বুখারী অত্র হাদীসটি তাহার কিতাবের শিরোনামে বর্ণনা করিয়াছেন।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كُلْ مَا شِئْتَ وَالْبَسْ مَا شِئْتَ مَا أَخْطَأَتْكَ اثْنَتَانِ: سَرَفٌ وَمَخِيلَةٌ. رَوَاهُ الْبُخَارِيُّ فِي تَرْجَمَة بَاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৮০ | মুসলিম বাংলা