মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৫৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৫৬। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে স্বর্ণের আংটি, রেশমের জামা পরিধান এবং গদি ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন। -তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্ । আবু দাউদের অপর এক রেওয়ায়তে আছে, ‘এবং তিনি বলেন, আমাকে উরজুয়ানী (অত্যধিক লাল বর্ণের) গদি ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন।
وَعَن عَليّ قَالَ: نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ خَاتَمِ الذَّهَبِ وَعَنْ لُبْسِ الْقَسِّيِّ وَالْمَيَاثِرِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَة لأبي دَاوُد قَالَ: نهى عَن مياثر الأرجوان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৫৬ | মুসলিম বাংলা