মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৫৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৫৪। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমি অত্যধিক লাল বর্ণের গদির উপর সওয়ার হই না, হলুদ রংয়ের কাপড় পরিধান করি না এবং রেশমযুক্ত জামাও পরিধান করি না। তিনি আরও বলেন, জানিয়া রাখ! পুরুষদের আতর হইল যাহাতে খোশবু আছে রং নাই; পক্ষান্তরে নারীদের আতর হইল যাহাতে রং আছে, কিন্তু সুগন্ধি বিচ্ছুরিত হয় না। –আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا أَرْكَبُ الْأُرْجُوَانَ وَلَا أَلْبَسُ الْمُعَصْفَرَ وَلَا أَلْبَسُ الْقَمِيصَ الْمُكَفَّفَ بِالْحَرِيرِ» وَقَالَ: «أَلَا وَطِيبُ الرِّجَالِ رِيحٌ لَا لَوْنَ لَهُ وَطِيبُ النِّسَاءِ لَوْنٌ لَا ريح لَهُ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

যেমন রঙ্গের চাকচিক্য ও সৌন্দর্য পুরুষের জন্য শোভা পায় না, তেমনি বিচ্ছুরিত ঘ্রাণযুক্ত আতর ইত্যাদি ব্যবহার করা নারীদের জন্য শোভনীয় নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান