মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৫২
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৫২। হযরত আবুল আহ্ওয়াস (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, একদিন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিলাম, সেই সময় আমার পরনে ছিল মামুলী ধরনের কাপড়। তখন তিনি আমাকে বলিলেনঃ তোমার মাল সম্পদ আছে কি? আমি বলিলাম, হ্যাঁ আছে। এইবার জিজ্ঞাসা করিলেন, কি মাল আছে ? আমি বলিলাম, সব রকম মাল আছে— আল্লাহ্ তা'আলা আমাকে উট, গরু, ছাগল, ঘোড়া এবং গোলাম প্রভৃতি দান করিয়াছেন। তিনি বলিলেন, আল্লাহ্ তা'আলা যখন তোমাকে মাল-সম্পদ দান করিয়াছেন, কাজেই আল্লাহ্ প্রদত্ত নিয়ামত ও তাঁহার অনুগ্রহের নিদর্শন তোমার মধ্যে পরিলক্ষিত হওয়া উচিত। —আহমদ, নাসায়ী। আর ইহা শরহে সুন্নায় মাসাবীহর শব্দে বর্ণিত হইয়াছে।
وَعَن أبي الأحوصِ عَن أبيهِ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى ثَوْبٌ دُونٌ فَقَالَ لِي: «أَلَكَ مَالٌ؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: «مِنْ أَيِّ الْمَالِ؟» قُلْتُ: مِنْ كُلِّ الْمَالِ قَدْ أَعْطَانِي اللَّهُ منَ الإِبلِ وَالْبَقر وَالْخَيْلِ وَالرَّقِيقِ. قَالَ: «فَإِذَا آتَاكَ اللَّهُ مَالًا فَلْيُرَ أَثَرُ نِعْمَةِ اللَّهِ عَلَيْكَ وَكَرَامَتِهِ» . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيُّ وَفِي شَرْحِ السُّنَّةِ بِلَفْظِ الْمَصَابِيحِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, সামর্থ্যবান ব্যক্তির জন্য উন্নতমানের পোশাক ব্যবহার করা উচিত। অন্যথায় কার্পণ্য প্রকাশ পাইবে এবং নিয়ামতের নাশোকরী হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৫২ | মুসলিম বাংলা