মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৪৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৪৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে লক্ষ্য করিয়া বলিয়াছেনঃ হে আয়েশা! যদি তুমি (দুনিয়া ও আখেরাতে) আমার সান্নিধ্য লাভের ইচ্ছা রাখ, তবে দুনিয়ার সম্পদের এই পরিমাণই নিজের জন্য যথেষ্ট মনে কর, যেই পরিমাণ একজন মুসাফিরের পাথেয় হিসাবে যথেষ্ট হয় এবং ধনাঢ্য ব্যক্তিদের সাহচর্য হইতে বাঁচিয়া থাক, আর তালি না লাগানো পর্যন্ত কোন কাপড়কে পুরাতন (ব্যবহারে অনুপযোগী) ধারণা করিও না। —তিরমিযী, ইমাম তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
কেননা, আমরা হাদীসটি সালেহ ইবনে হাসান ব্যতীত অন্য কোন সূত্রে অবহিত হই নাই। এবং মুহাম্মাদ ইবনে ইসমায়ীল (বুখারী) বলিয়াছেন, সালেহ ইবনে হাসসান মুনকারুল হাদীস।
وَعَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ إِذَا أَرَدْتِ اللُّحُوقَ بِي فَلْيَكْفِكِ مِنَ الدُّنْيَا كَزَادِ الرَّاكِبِ وَإِيَّاكِ وَمُجَالَسَةَ الْأَغْنِيَاءِ وَلَا تَسْتَخْلِقِي ثَوْبًا حَتَّى تُرَقِّعِيهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ صَالِحِ بْنِ حَسَّانَ قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ: صَالِحُ بْنُ حَسَّانَ مُنكر الحَدِيث

হাদীসের ব্যাখ্যা:

সম্পদশালীদের কাছে ঘেঁষিতে নিষেধ করা হইয়াছে। কারণ, তাহাদের সাহচর্য লোভী ও বিলাসী বানাইয়া ফেলিবে। এমন কি কোন কোন মনীষী বলিয়াছেন, তাহাদের দিকে তাকাইও না। কেননা, তাহাদের ধন-সম্পদের চাকচিক্য দরিদ্রতার স্বাদকে বিলীন করিয়া ফেলিবে। মোটকথা, হাদীসটিতে অল্পে তুষ্টি এবং গরীব-মিসকীনদের সমপর্যায়ে নামিয়া কৃচ্ছ্রতা অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান