মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৪২
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৪২। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখনই কোন নূতন কাপড় পরিধান করিতেন, তখন উহার নাম— পাগড়ী, জামা, চাদর (ইত্যাদি) উল্লেখ করিয়া এই দো'আ পড়িতেনঃ “আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাওতানীহে, আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা ছুনিআ লাহু, ওয়া আউযু বিকা মিন শাররিহী ওয়া শাররে মা ছুনিআ লাহু।” (অর্থঃ ইয়া আল্লাহ্! সমস্ত প্রশংসা তোমারই, তুমিই এই কাপড়খানি আমাকে পরিধান করাইয়াছ। আমি তোমার কাছে ইহার কল্যাণ কামনা করিতেছি এবং যেই উদ্দেশ্যে ইহা প্রস্তুত করা হইয়াছে উহারও কল্যাণ কামনা করিতেছি এবং উহার অনিষ্ট হইতে পানাহ্ চাই এবং যে উদ্দেশ্যে উহা প্রস্তুত করা হইয়াছে উহার অনিষ্ট হইতেও পানাহ্ চাই।) — তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَمَا كسوتَنيه أَسأَلك خَيره وخيرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

নূতন কাপড় পরিয়া উক্ত দো'আটি পড়া সুন্নত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান