মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৪০
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৪০। হযরত রোকানা (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমাদের ও মুশরিকদের মধ্যে পার্থক্য হইল টুপীর উপরে পাগড়ী বাঁধা। (অর্থাৎ, আমরা টুপীর উপর পাগড়ী বাঁধি আর তাহারা টুপী ছাড়া পাগড়ী বাঁধে।) — তিরমিযী, তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব এবং ইহার সনদটিও মজবুত নহে।
وَعَن ركَانَة عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَإِسْنَاده لَيْسَ بالقائم
হাদীসের ব্যাখ্যা:
পাগড়ীর নীচে টুপী ব্যবহার করা সুন্নত। কেননা, অমুসলিমরাও পাগড়ী পরিধান করে। যেমন ভারতের শিখ এবং কোন কোন হিন্দু সম্প্রদায়। কিন্তু উহার নীচে টুপী থাকে না। তাই হাদীসে নির্দেশ রহিয়াছে خالفوا اليهود والمشركين অর্থাৎ, পোশাক-পরিচ্ছদে ও তাহযীব -তামাদ্দুনে তোমরা ইয়াহুদী ও মুশরিকদের বিপরীত কর।
