মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৩৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৩৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখনই পাগড়ী বাঁধিতেন, তখন শামলা উভয় কাধের মধ্য দিয়া (পিছনের দিকে) ঝুলাইয়া দিতেন। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও গরীব।
كتاب اللباس
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اعْتَمَّ سَدَلَ عِمَامَتَهُ بَيْنَ كَتِفَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
হুযুর (ﷺ)-এর পাগড়ী বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণে লম্বা ছিল। যেমন সাধারণত ব্যবহার করিতেন তিন হাত লম্বা। পাঞ্জেগানা নামাযে ব্যবহার করিতেন সাত হাত লম্বা। ঈদ, জুমুআ ও আগত প্রতিনিধি লোকদের সাক্ষাতের সময় ব্যবহার করিতেন বার হাত লম্বা। নামাযের সময় পাগড়ী ব্যবহার করা মোস্তাহাব। সুতরাং পাগড়ী না বাঁধিয়া নামায পড়িলে মাকরূহ হইবে না। মূলত পাগড়ী হইল লেবাসের মধ্যে সুন্নত। সুতরাং উহা সুন্নতে সালাত নহে। পাগড়ীর মাথা পিছনের দিকে ছাড়িয়া দিতেন এবং উহা পিঠের মধ্যস্থান পর্যন্ত পৌঁছিত। ইহাই ছিল হুযূরের নিয়মিত অভ্যাস।