মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৩০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৩০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখনই জামা পরিতেন, তখন ডান দিক হইতে শুরু করিতেন। — তিরমিযী
كتاب اللباس
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسَ قَمِيصًا بَدَأَ بميامنه. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
শুধু জামা পরা নহে; বরং তিনি প্রত্যেক কাজই ডান দিক হইতে শুরু করিতেন।