মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩২৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ
৪৩২৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনে আস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরনে কমলা রংয়ের দুইখানা কাপড় দেখিতে পাইলেন, তখন তিনি বলিলেনঃ মূলত ইহা কাফেরদের পোশাক। কাজেই ইহা পরিও না। অপর এক রেওয়ায়তে আছে, আমি বলিলাম, আমি কি উহাকে ধুইয়া ফেলিব ? তিনি বলিলেন, বরং এই দুইটিকে পোড়াইয়া ফেল। —মুসলিম।
নবী করীম (ছাঃ)-এর আহলে বায়তের মানাকিব অধ্যায়ে হযরত আয়েশা কর্তৃক বর্ণিত হাদীস خرج النبي صلى الله عليه وسلم ذات غداة অচিরেই আমরা বর্ণনা করিব।
নবী করীম (ছাঃ)-এর আহলে বায়তের মানাকিব অধ্যায়ে হযরত আয়েশা কর্তৃক বর্ণিত হাদীস خرج النبي صلى الله عليه وسلم ذات غداة অচিরেই আমরা বর্ণনা করিব।
كتاب اللباس
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: رَأَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ: «إِنَّ هَذِهِ من ثِيَاب الْكفَّار فَلَا تلبسها»
وَفِي رِوَايَة: قلت: أغسلهما؟ قَالَ: «بل احرقها» . رَوَاهُ مُسْلِمٌ
وَسَنَذْكُرُ حَدِيثَ عَائِشَةَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ فِي «بَابِ مَنَاقِبِ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم»
وَفِي رِوَايَة: قلت: أغسلهما؟ قَالَ: «بل احرقها» . رَوَاهُ مُسْلِمٌ
وَسَنَذْكُرُ حَدِيثَ عَائِشَةَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ فِي «بَابِ مَنَاقِبِ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم»
হাদীসের ব্যাখ্যা:
হিন্দীতে ইহাকে كسومية কসুম্বা রং বলা হয়। সেকালে ও একালে ইহা বৈরাগী সন্নাসীদের লেবাস হিসাবে চলিয়া আসিতেছে। من تشبَّهَ بقومٍ فَهوَ منْهم -এর আওতায় পড়ে বিধায় হুযূর (ﷺ) উহা কাফেরদের লেবাস বলিয়াছেন।